চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ফানুস বাতি তৈরিতে ব্যস্ত ভক্তরা

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

১১ অক্টোবর, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ১৩ অক্টোবর।

ওইদিনে ভক্তরা সন্ধ্যায় আনন্দ-উল্লাসে ফানুস উড়াবে। তাই উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ফানুস তৈরির ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। গত ৯ অক্টোবর বিভিন্ন বিহার পরিদর্শনকালে ভক্তদের এ ব্যস্ততা দৃষ্টিগোচর হয় প্রতিবেদকের। ওইসময় কলাউজান ইউনিয়নস্থ আদারচর বড়–য়া পাড়ার জিনান্দ বৌদ্ধ বিহারে ফানুস তৈরি কাজে ব্যস্ত কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী ভক্তদের সাথে সাক্ষাৎ হয়। এ সময় কলেজ শিক্ষার্থী রানা বড়–য়া জানান, তারা স্বেচ্ছাশ্রমে ফানুস তৈরি করছেন। কাগজ, তার, ময়দা দিয়ে তৈরি করে ভালভাবে রোদে শুকাতে হয় বিধায় আগেভাগে তিনি ও অন্য ভক্তরা এই ফানুস তৈরি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

অনুরূপ ব্যস্ততায় প্রত্যেক বৌদ্ধ বিহারে ভক্তরা ফানুস তৈরি কাজে সময় অতিবাহিত করছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট