চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালী বিএনপি’র প্রতিবাদ সমাবেশ বক্তারা

আমরা দলাদলি চাই না কালুরঘাট সেতু চাই

১১ অক্টোবর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য আজিজুল হক বলেন, আমরা দলাদলি চাই না, আমরা কালুরঘাট বহুমুখী সেতু চাই।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহর বিরুদ্ধে গত ৭ অক্টোবর বোয়ালখালী উপজেলা মহাজোট (১৪ দল) কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্য প্রদানের প্রতিবাদে গত বুধবার প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

বোয়ালখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক শওকত আলমের সভাপতিত্বে তার নিজ বাড়ির সম্মুখস্থ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, এস এম বাদশা, স্বপন কুমার শীল, সুলতান মুহাম্মদ টুনু, মো. সরওয়ার আলমগীর, মোহাম্মদ শাহজাহান, মুসলিম মিয়া, হাসান মুরাদ মামুন, এম এ মনছুর, আজাদ খান, আবদুস সালাম, মোহাম্মদ আরিফ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর। এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন সিকদার, মো. কফিল উদ্দিন, কামরুল মেম্বার, মোহাম্মদ লোকমান, শফিকুল ইসলাম শফি, আবদুল আলম নীরব, নুরুল আবছার, শহিদুল আলম, আনোয়ার হোসেন, মো. শরিফ, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল হক বলেন, আমরা দলাদলি চাই না, আমরা কালুরঘাট বহুমুখী সেতু চাই। লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি কালুরঘাট বহুমুখী সেতু অবিলম্বে নির্মাণ করুন। অযথা সাংবাদিক সম্মেলন করে জাতীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, প্রতারণামূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। সরকার বাহাদুর হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু যদি নির্মাণ করতে পারেন, কালুরঘাট সেতু নির্মাণ করা হবে না কেন ?-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট