চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নানা অভিযোগে ৪ ফার্মেসিকে জরিমানা

পটিয়া সংবাদদাতা

১০ অক্টোবর, ২০১৯ | ৮:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রির অভিযোগে চার ওষুধের দোকানদারকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে চার দোকানদারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

তবে অভিযানের খবর পেয়ে পৌর সদরের বিভিন্ন এলাকার ওষুধের দোকান বন্ধও করেছে। পোস্ট অফিস মোড় এলাকার সেন্ট্রাল ফার্মেসিকে ২০ হাজার টাকা, সোহা ফার্মেসিকে ৫০ হাজার টাকা, মেসার্স মোতালেব ফার্মেসিকে ১০ হাজার টাকা ও বাংলাদেশ ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, অভিযানের সময় নিষিদ্ধ যৌন উত্তেজক ভায়াগ্রা ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির ওষুধ মিলেছে। অভিযানে চারটি দোকানদারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এই অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানান।

পূর্বকোণ-হারুন-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট