চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০১৯ | ৫:৫৮ অপরাহ্ণ

পরিবেশ দূষণের দায়ে নগরীর নাসিরাবাদ ও ইপিজেড এলাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

নাসিরাবাদ এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ৪ লাখ ৮৬ হাজার টাকা এবং ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।

অপরিশোধিত বায়ু নির্গমন ও তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে নাসিরাবাদ এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ৪ লাখ ৮৬ হাজার টাকা এবং ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্ততর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট