চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘সরকার পার্বত্য এলাকার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে’

বান্দরবানে ৬ প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

বান্দরবান সংবাদদাতা

১০ অক্টোবর, ২০১৯ | ১২:০৭ অপরাহ্ণ

সরকার পার্বত্য এলাকার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে মন্ত্রী বান্দরবানের তারাছা এলাকায় নতুন একটি স্কুল ভবন সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চ হাই মং মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত সহ অন্যান্য উপস্থিত ছিলেন। পার্বত্য মন্ত্রী বলেন, সরকার পার্বত্য এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ লক্ষে নতুন আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

মন্ত্রী রোয়াংছড়ি উপজেলার তারছা ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় ১৫ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ছাইঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ২টি ব্রীজ, ৩টি রাস্তাসহ মোট ৬ টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে তিনি তারাছা মুখ পাড়ায় জনসভায় বক্তব্য রাখেন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট