চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিভাসুতে ছাত্ররাজনীতি তিন বছর ধরে স্থগিত

ভিসি ড. গৌতম বুদ্ধ দাশ

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০১৯ | ২:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, প্রায় তিন বছর আগে একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের বিশ^বিদ্যালয়ে ছাত্র রাজনীতি ‘আপাত স্থগিত’ করা হয়েছিল। তবে এরপর ছাত্ররাও ওই আপাত স্থগিতাদেশ তুলে নেয়ার বিষয়ে কোন দাবি-দাওয়া পেশ করেনি। ওই সিদ্ধান্তের পর বিশ^বিদ্যালয়ে কোনো ধরনের বিশৃঙ্খলাও হয়নি। একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে ভিসি বলেন, তবে সিভাসুতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। যখন কোনো কিছু দাবি করার আগেই পূরণ হয়ে যায়, তখন অভিযোগ থাকে না। ভেটেরিনারি বিশ^বিদ্যালয়ে বর্তমানে ছাত্ররাজনীতি স্থগিত থাকলেও তিনি ছাত্রদের সাথে নিয়মিত বসেন। তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান উল্লেখ করে বলেন, আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করে দেন। তবে যখন প্রয়োজন পড়বে, তখন ছাত্র রাজনীতির উপর স্থগিতাদেশ উঠে যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট