১০ অক্টোবর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নগরীর ডবলমুরিং থানার ধনিয়াপাড়া এলাকা থেকে ইয়াবাসহ বোয়ালখালী পৌরসভার মেয়রের ছেলে রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে সাত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। গতকাল বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। আটক
হওয়া মো. রাসেল বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবুর ছেলে। আবুল কালাম বোয়ালখালী পৌরসভা বিএনপিরও সভাপতি।
ওসি সদীপ কুমার দাশ জানান, রাসেল ইয়াবা আসক্ত ছিল। আটকের সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের সময় রাসেল জানান, ওই ইয়াবা তিনি নিজে সেবন করার জন্য রেখেছিলেন। তবে কার কাছ থেকে এগুলো কিনেছেন, তা জানতে পারেনি পুলিশ। ওসি আরও জানান, আটকের পর রাসেলের বিরুদ্ধে মাদকের একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
ফুটবল, ইউরোপা লিগ রাত ১২টা ও রাত ২টা, সেলটিক-সিএফআর ক্লুজ ও রেঞ্জার্স-ইয়ং বয়েজ (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, স্ট্যান্ডার্ড লিগ-আর্সেনাল ও ম্যানইউ-এজেড (সরাসরি, সনি টেন ২) রাত ১২টা ও ২টা, গেটাফে-ক্রাসনোদার ও উলভারহ্যাম্পটন- বেসিকটাস (সরাসরি, সনি ইএসপিএন) রাত ১২টা ও ২টা, এপোয়েল- সেভিয়া ও এস্পানিওল-সিএসকেএ মস্কোভা (সরাসরি, সনি সিক্স) রাত ১২টা ও রাত ২টা, এলএএসকে লিঞ্জ-স্পোর্টিং সিপি ও বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-ইস্তান্বুল বাসেকসেহির (সনি টেন ৩) ফুটবল রাত ৮টা, নর্থ ইস্ট- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।