চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৪৭৭ কেজি ইলিশ জব্দ যাবে এতিমখানায় ফিশারিঘাট, সদরঘাটে অভিযান

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০১৯ | ২:১৬ পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ৪৭৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। নগরীর ফিশারিঘাট, সদরঘাট এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন অমান্য করে ইলিশ বিক্রি ও মজুদের অপরাধে সোনালি যান মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আমিনুল হক বাবুল সরকার ও শফিউল আলম নামে দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা দ- দেন ভ্রাম্যমাণ আদালত। সদরঘাটের কর্ণফুলী কোল্ড স্টোর ও সিএফসি কোল্ড স্টোরে অভিযান চালিয়ে ৪৭৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ হাজি দেলোয়ার হোসেন কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে। ৩০ অক্টোবরের পর সংরক্ষণ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তা অভিযান পরিচালনা করা হয়। মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রয়, মজুদ, সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট