চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পেটিকাবদ্ধ সত্যপ্রিয় মহাথের রামু

১০ অক্টোবর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বৌদ্ধ ধর্মীয় গুরু প-িত সত্যপ্রিয় মহাথোর শুধু ভগবান বুদ্ধের বাণী দিয়ে মানুষের চিত্তকে শুদ্ধ করেননি, তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে, সব সম্প্রদায়ের প্রতি মমতাবোধ দেখিয়ে মানুষকে রক্ষা করেছেন। তিনি জীবদ্দশায় মানুষের জন্য যা করেছেন, তাঁর কর্মের কারণে আজ সর্বস্তরের মানুষের এত শ্রদ্ধা-ভালোবাসার প্রকাশ ঘটেছে। গতকাল বুধবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গণে প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে পৌঁছে প্রধানমন্ত্রীর পক্ষে প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু প-িত সত্যপ্রিয় মহাথেরর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একুশে পদকে ভূষিত উপসংঘরাজ প্রয়াত প-িত সত্যপ্রিয় মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের। বিকালে প্রয়াত ধর্মীয় গুরু প-িত সত্যপ্রিয় মহাথেরকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পেটিকাবদ্ধ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মানুষের কল্যাণের জন্য, জীবের জন্য, ধর্মের জন্য কি করেননি তিনি? আজ তাঁর কর্মই তাঁকে এই আসনে উপনীত করেছে। মৃত্যূর পরে মানুষের এত ভালোবাসা-শ্রদ্ধা কয়জনে পায়। আজ প্রয়াত এ ধর্মীয় গুরুকে একবার দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে ছুটে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য।

প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, শ্রদ্ধেয় গুরু ভান্তে প-িত

সত্যপ্রিয় মহাথের একজন ধর্মীয় গুরুই ছিলেন না, তাঁর মৃত্যুতে বৌদ্ধ সমাজ একজন বড় অভিভাবককে হারালো। এই শূণ্যতা পূরণ হবার নয়।

ধর্মসভায় উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের প্রধান ধর্মদেশক ও উপ-সংঘরাজ শীলানন্দ মহাথের, অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের, এস ধর্মপাল মহাথের, ড. জিনবোধি মহাথের, ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ মহাথের, প্রিয়রত্ন মহাথের ও বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, শীলপ্রিয় ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ধর্মদেশক হিসাবে বক্তব্য রাখেন ।
প-িত সত্যপ্রিয় মহাথের’র মহাপ্রয়াণে আয়োজিত স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত রঞ্জন বড়–য়া, ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মুজিবুর রহমান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান রাখাল চন্দ্র বড়–য়া, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোয়াইহ্লা চৌধূরী, বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সুদীপ কুমার বড়ুয়া, বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অশোক কুমার বুড়য়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম প্রমুখ।

প্রজ্ঞানন্দ ভিক্ষু, অধ্যাপক পরীক্ষিৎ বড়–য়া ও অধ্যাপক নীলোৎপল বড়ুয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রামু সীমাবিহার পরিচালনা কমিটির সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, তপন বড়–য়া, বিজন বড়–য়া, দুলাল বড়–য়া, পলক বড়–য়া আপ্পু, রূপায়ন বড়–য়া, শিপন বড়–য়া, লিটন বড়–য়া মেম্বার, লিমন বড়–য়া প্রমুখ ।
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে গতকাল বিহার প্রাঙ্গণে মহাসংঘদান, অষ্ট পরিষ্কার দান, ধর্মসভা, অতিথি ভোজন, স্মৃতিচারণ সভা এবং সত্যপ্রিয় মহাথেরোর প্রায় দুই শতাধিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা আনুষ্ঠানের আয়োজন করে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটি। দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের অন্তত ৩০ হাজার বৌদ্ধ নরনারী ও দর্শনার্থী অংশ নেন।

বিএনপি’র শ্রদ্ধা নিবেদন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধূরী বলেছেন, কোন ধর্ম, কোন জাতি, কোন সংস্কৃতি এককভাবে দেশকে এগিয়ে নিতে পারে না, দেশকে এগিয়ে নিতে হলে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে, বাঙালি জাতীয়তাবাদ নয়। সব ধর্মের সব ভাষার মানুষকে নিয়ে যে রাজনীতি, সেটাই বিএনপির রাজনীতি। গতকাল বুধবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গণে প্রয়াত প-িত সত্যপ্রিয় মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গতকাল বুধবার দুপুর দুইটায় দিকে বিএনপি’র একটি প্রতিনিধি দল রামু সীমা বিহারে পৌঁছে প্রয়াত উপ-সংঘরাজ প-িত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এ প্রতিনিধি দলের সাথে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধূরী, উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী মাহিন, উখিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট