১০ অক্টোবর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা হ রাউজান
এবিএম ফজলে করিম চৌধুরী এমপির জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান পৌরসভা ও রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল বুধবার রাউজান কলেজ জামে মসজিদে খতমে সেফা ও দোয়া মাহফিল করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ছাত্রনেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মো. আসিফ, ছাবের হোসেন চৌধুরী, হাসান তানভীর চৌধুরী, আরমান সিকদার, রায়হান রানা, নাছির উদ্দিন, ইমরান হোসেন জীবন, মো. ইকবাল, মো. আরফাত, গাজী সাব্বির, সাব্বির আনোয়ার হিমেল, আরমান শান্ত প্রমুখ।
বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
ফুটবল, ইউরোপা লিগ রাত ১২টা ও রাত ২টা, সেলটিক-সিএফআর ক্লুজ ও রেঞ্জার্স-ইয়ং বয়েজ (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, স্ট্যান্ডার্ড লিগ-আর্সেনাল ও ম্যানইউ-এজেড (সরাসরি, সনি টেন ২) রাত ১২টা ও ২টা, গেটাফে-ক্রাসনোদার ও উলভারহ্যাম্পটন- বেসিকটাস (সরাসরি, সনি ইএসপিএন) রাত ১২টা ও ২টা, এপোয়েল- সেভিয়া ও এস্পানিওল-সিএসকেএ মস্কোভা (সরাসরি, সনি সিক্স) রাত ১২টা ও রাত ২টা, এলএএসকে লিঞ্জ-স্পোর্টিং সিপি ও বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-ইস্তান্বুল বাসেকসেহির (সনি টেন ৩) ফুটবল রাত ৮টা, নর্থ ইস্ট- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।