চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে হবে : প্রফেসর ড. ইফতেখার

১০ অক্টোবর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

মাওলানা শাহ্সুফী শেখ অছিয়র রহমান আল্ ফারুকীর (ক.) বেছাল বার্ষিকী, তাঁর প্রিয় বড় শাহজাদা মাওলানা শাহ্সুফী শেখ মোহাম্মদ আবুল বশর ফারুকী’র (র.) ২৫তম বেছাল বার্ষিকী, ওরশ উপলক্ষে জীবনদর্শন ও কর্ম নিয়ে ওফাত শতবর্ষ উদযাপন উপলক্ষে স্মারক গ্রন্থ-৩ মাইজভা-ারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর রচিত জিল্লে গাউসুল আজম মাইজভা-ারী শেখ অছিয়র রহমান চরণদ্বীপি (ক.) প্রকাশিত বই জেলা পরিষদ মিলনায়তনে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে প্রকাশিত বইটি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এম.এন.এ মোমিন, ড. সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মফিজ উদ্দিন প্রমুখ। বই প্রদানকালে ড. ইফতেখার বলেন, এ ধরনের সুফি তাত্ত্বিক গবেষণা কর্ম এবং মহান অলি আল্লাদের জীবন সমাজ ধর্ম দর্শন সম্পর্কে সবাইকে অবহিতকরণ একটি মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় অত্যন্ত তাৎপর্যপূণ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট