অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ১০০টির বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর, বুধবার নগরীর র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো’। ইভেন্টটি আয়োজন করছে এডুকেশনাল কনসালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া শীর্ষস্থানীয় গন্তব্য। মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপোতে মূলত এই ইভেন্টে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা জানাবেন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, খরচ, স্কলারশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে। বাংলাদেশি যে সব শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় পড়াশোনা করতে আগ্রহী তারা পিএফইসি গ্লোবাল আয়োজিত ‘মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো- তে অংশ নিতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এছাড়াও, শিক্ষার্থীরা শিক্ষা বৃত্তি এবং অন্যান্য বিকল্পগুলি নিয়ে আলোচনা করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা আসন্ন ইনটেকের জন্য এক্সপো চলাকালীন সময়েই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। আয়োজকরা জানান, ‘আবেদন করতে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। আগ্রহী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে থাকছে শতভাগ স্কলারশিপের সুযোগ’।
পিএফইসি গ্লোবাল আয়োজিত মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো’ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৮ সেপ্টেম্বর নগরীর র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা একই স্থানে আস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য, নানা ধরনের বৃত্তি ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা নিয়ে মুখোমুখি আলোচনা করতে পারবেন।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এসএ