চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাস্তায় পড়ে থাকা কোটি টাকার ল্যান্ড রোভার

সেই গাড়ির মালিকানা দাবি কাতার প্রবাসীর

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২৬ অপরাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ের একটি রেস্তোরাঁর সামনে থেকে জব্দ করা গাড়িটির মালিকানা দাবি করে খুলশী থানা পুলিশের নিকট কাগজপত্র জমা দিয়েছেন এক কাতার প্রবাসী। মঙ্গলবার সন্ধ্যায় আবদুর রহমান নামের মুরাদপুরের এই বাসিন্দা থানায় গাড়িটির মালিকানা দাবি করে কাগজপত্র জমা দেন।

 

তবে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, আমরা গাড়িটির কাগজপত্র পেয়েছি। এগুলো যাচাই বাছাই করা হবে। পরবর্তীতে আমরা সবকিছু আদালতে পাঠাবো। আদালতই গাড়িটির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

 

আবদুর রহমান জানিয়েছেন, গত দুইদিন ধরে গাড়িটি স্টার্ট হচ্ছিল না বলে সেখানে রাখা হয়। স্থানীয় একজন দারোয়ানকে গাড়িটি দেখতে বলে তারা মিস্ত্রি যোগাড় করতে যান। ঢাকা মেট্রো-ঘ- ১১- ২৮৮৩ নম্বরের ল্যান্ড রোভার জিপ গাড়িটি ঢাকার গুলশানের ওএন্ডএম সলিউশন বাংলাদেশ লিমিটেডের নামে বিআরটিএ উত্তরা (ঢাকা) থেকে রেজিস্ট্রেশন করা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট