চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের তৎপরতা

হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাঁধ নির্মাণের শুভ সূচনা ফেনীতে

বিজ্ঞপ্তি

৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২০ অপরাহ্ণ

ভারত সীমান্তের যে স্থানটা রাতের অন্ধকারে কেটে দেয়ার ফলে বন্যার পানিতে ফেনী-নোয়াখালী-কুমিল্লার ৭০-৮০ শতাংশ এলাকা প্লাবিত ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজ গ্রামের সহস্র মানুষ বাঁধ নির্মাণে উৎসাহ উদ্দীপনায় ছুটে আসেন।

 

পানি সম্পদ উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসী গণশুনানিতে অংশগ্রহণ করেন। ১৯৭৭ সালের নির্মিত বাঁধটা পুনর্নির্মাণ ও সংস্কারে সর্বসম্মতভাবে সকলে গণস্বাক্ষর প্রদান করেন। অতঃপর এলাকাবাসীর অনুরোধে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয় নির্মাণ কাজের শুভ সূচনা।

 

নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট এমদাদ, সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ফাউন্ডেশনের প্রতিনিধি, শিক্ষার্থী, স্থানীয়সহ অনেকে।

 

পানি উন্নয়ন বোর্ডের কনসালটেন্ট চুয়েটের প্রকৌশলী ফয়সাল ও প্রকৌশলী সোহাগকে দেয়া হয় পুরো বাঁধটা সার্ভে, মেজারমেন্ট ও ইস্টিমেটের। এ মানুষগুলো ফেনীর স্থানীয় হিসেবে বাঁধে নির্মাণে  নিজেদেরে আন্তরিকতায় ছুটে আসেন।

 

ফাউন্ডেশনের প্রদত্ত অগ্রিম নগদ অর্থ তারা সসম্মানে ফিরিয়ে দিয়ে জানান, এ কাজটা স্বেচ্ছাসেবী হিসেবে নিজ দায়িত্বে সম্পন্ন করবেন। এই অর্থ আশু প্রকল্পে শ্রমিকদের সম্মানি হিসেবে দেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

 

ফেনী আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট এমদাদ সীমান্তে বাঁধ নির্মাণে আইনি বিষয় দেখার সাথে সাথে ঘোষণা দেন এ প্রকল্পে ছাত্রশিবির, ছাত্রদল ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছাশ্রম দিবেন। স্থানীয় দিন মজুরদেরকে শুধুমাত্র সম্মানি দেয়ার জন্য তিনি ফাউন্ডেশনকে অনুরোধ জানিয়েছেন।

 

অবশেষে পুরো কাজটা তদারকি করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও ফাউন্ডেশনের প্রতিনিধি নিয়ে একটা কমিটি গঠন করে দেয়া হয়। সকলের আশা করি, পানি উন্নয়ন বোর্ড, সরকারই মূলত এ কাজটা করবেন এবং ভালোভাবেই করবেন।

 

কিন্ত ১৯৮৩ সালের পর থেকে এ বাঁধটা সংস্কার না হওয়াতে এবং সাম্প্রতিক বন্যায় বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে স্থানীয়দের অনুরোধেই কেবলমাত্র আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট