চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে হাছান মাহমুদ ও নওফেলসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:৫৩ অপরাহ্ণ

শেখ হাসিনা সরকারের পতনের দিন উৎসুক জনতার আনন্দ মিছিলে শামিল হতে গিয়ে চট্টগ্রামের মো. আনোয়ার হোসেন (৪১) নামের এক সিএনজিচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।

 

রবিবার (১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী চালক নিজেই বাদি হয়ে ডবলমুরিং মডেল থানায় এ মামলা দায়ের করেন।

 

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি তদন্ত করবেন সংশ্লিষ্ট থানার এসআই মো. ইমাম হোসেন। যার থানা মামলা নম্বর-০১/১৬৮।

 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম ১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক চসিক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিন উদ্দিন, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চসিকের সাবেক কমিশনার আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকসহ নগরীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ২৪৯ জন ব্যক্তি।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতন হলে উৎসুক জনতার আনন্দ মিছিলে যোগ দেন সিএনজিচালক আনোয়ার হোসেন। মিছিলটি নগরীর ঈদগাঁ থেকে দেওয়ানহাট যাওয়ার সময় বিকেল সাড়ে ৩টা সময় ডবলমুরিং থানার মনছুরাবাদ পুলিশ লাইনের সামনে পাকা রাস্তার উপর পৌঁছান। এ সময় এজাহারে লিখিত প্রথম সারির আসামিদের নির্দেশে হত্যাযজ্ঞ চালাতে অবৈধ অস্ত্র নিয়ে আনন্দ মিছিলে নির্বিচারে গুলি বর্ষণ করার কথা জানান।

 

এতে বাদি আনোয়ার হোসেনের ডান হাতের বাহুর সামনে দিয়ে গুলি প্রবেশ করে পিছন দিক দিয়ে বের হয়ে রক্তাক্ত জখম হয়। এ সময় অজ্ঞাতনামা আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে আহতরা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট