চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এখন সুফল পাচ্ছে জনগণ : বিডা চেয়ারম্যান

১০ অক্টোবর, ২০১৯ | ১২:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, এক দশক আগে আওয়ামী লীগের ‘ডিজিটাল বাংলাদেশ’র ঘোষণায় অনেকে হাসি-ঠাট্টা করলেও এখন তার সুফল পাচ্ছে দেশের জনগণ।-বিডি নিউজ
মঙ্গলবার অনলাইন কেনাবেচার মাধ্যম দারাজ আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রায় দুই হাজার বিক্রেতাকে নিয়ে এই সম্মেলন করে দারাজ। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তারা বলেছিল, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা হবে। সে সময় এটা নিয়ে অনেকেই ঠাট্টা করেছিলেন, কিন্তু আজকে জাতি তার সুফল পাচ্ছে। এখন গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে নেটওয়াার্ক পৌঁছে গেছে, দারাজও ডিজিটাল বাংলাদেশের একটা বড় উদাহরণ।”

তিনি বলেন, আমি জেনে খুশি হয়েছি যে, দারাজে যে সমস্ত কর্মকর্তা-কর্মচারী আছে তারা সবাই বাংলাদেশি অর্থাৎ এখানে সব বাংলাদেশিরাই কাজ পাচ্ছে। এটাও দেশের জন্য অনেক ভালো। গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি আলিবাবা বিনিয়োগ করে দারাজ-এ। তারপর থেকেই বিক্রেতাদের নিয়ে এই ‘ সেলার সামিট’ করছে তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট