চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আসকারদিঘির পাড়ে ‘গড্স গিফট এপিক’র নির্মাণ কাজ শুরু

১০ অক্টোবর, ২০১৯ | ১২:৪৮ পূর্বাহ্ণ

নগরীর ব্যস্ততম আসকার দিঘি পাড় এলাকায় নির্মাণ শুরু হয়েছে বহুতল আবাসিক প্রকল্প ‘গড্স গিফট এপিক’। গত ৬ অক্টোবর বিকেলে আসকার দিঘি মূল সড়কের সন্নিকটেই খোলামেলা পরিসরের নতুন এ প্রকল্পের কাজ শুরু করেছে আবাসন খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ। এসময় ফিতা কেটে কাজের উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির। সাথে ছিলেন পরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ভূমি মালিক আহসানুর রহমান চৌধুরী, এপিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এপিক প্রপার্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে এপিক গুণমান সম্পন্ন ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস তৈরি করে চট্টগ্রামসহ সারা দেশের গ্রাহকদের আস্থা অর্জন করেছে সুনামের সাথে। এপিকের প্রত্যেকটি প্রকল্পে গুণগতমানের যেমন নিশ্চয়তা রয়েছে তেমনি নির্মাণশৈলীতেও রয়েছে আধুনিকতা। যে কারণে ফ্ল্যাটক্রেতারা এপিক প্রপার্টিজের উপর আস্থাশীল।’ তিনি বলেন, ‘গডস গিফট এপিক’ প্রকল্পটি আকর্ষণীয় লোকেশনে হওয়াতে সব শ্রেণির গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবে ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট