চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বিএনপি প্রতারণার রাজনীতি করে না : এরশাদ উল্লাহ

১০ অক্টোবর, ২০১৯ | ১২:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিজিএমইএ’র ভাইস চেয়ারম্যান আলহাজ এরশাদ উল্লাহ বলেন, বিএনপি মিথ্যাচার ও প্রতারণার রাজনীতি করে না। বিএনপি সরকারের আমলে যখন কর্ণফুলী শাহ আমানত সেতু নির্মাণ করা হয়, তখন হরতালসহ বিশৃঙ্খলা সৃষ্টি সেদিন কারা করেছিলেন তা এদেশের জনগণ জানে। তিনি আরো বলেন, গত ৭ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে বোয়ালখালী উপজেলা মহাজোট (১৪ দল)’র নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিএনপি সরকারের আমলে কর্ণফুলী তৃতীয় সেতু অর্থাৎ কালুরঘাট বহুমুখী সেতু নির্মাণের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন নাই বলে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা জঘন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বিএনপি সরকারের আমলে কুয়েত সরকার কালুরঘাট সেতু নির্মাণের উদ্দেশ্যে যে অর্থ বরাদ্দ দিয়ে চিঠি দিয়েছিলেন সেই চিঠির কপি আমাদের হাতে আছে এবং সংবাদপত্রে প্রকাশের জন্য এই চিঠির ফটোকপি প্রেরণ করা হলো।

গতকাল ৯ অক্টোবর জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মহাজোট (১৪ দল) সাংবাদিক সম্মেলন করে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা বক্তব্য উপস্থাপন করেছেন তারই প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকার চান্দগাঁওস্থ কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল হক। সভা পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শওকত আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এম এ হাশেম রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর ইউ চৌধুরী শাহীন। বক্তব্য রাখেন আবুল হাশেম, এস এম বাদশা মিয়া, স্বপন শীল, সরওয়ার আলমগীর, জাফর আহমেদ,মোহাম্মদ আজগর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট