চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পেট্রোলিয়াম ডিলার্স ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভা

১০ অক্টোবর, ২০১৯ | ১২:৩৬ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদস্থ কপার চিমনি রেস্তোরায় পেট্টোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স ,এজেন্টস এন্ড পেট্টোল পাম্প ওনার্স এসোসিয়েশন , চট্টগ্রাম বিভাগের এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয়, বিভাগীয় কক্সবাজার ও ফেনী জেলা শাখার নেতৃবৃন্দসহ চট্টগ্রাম বিভাগের প্রায় দুই শতাধিক পেট্টোল পাম্প মালিক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি এহসানুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ, কেন্দ্রীয় মহাসচিব জোবায়ের আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব এম এ হামিদ ও মীর আহসান উদ্দিন পারভেজ, চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি আবুল মনছুর চৌধুরী, কোষাধ্যক্ষ রাশেদা আকতার, মোহাম্মদ গোলাম আব্বাস, শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা শাখার মাহমুদুল হক চৌধুরী, ফেনী জেলা শাখার আলীমুল্লাহ ভুঁইয়া ও ইমাম হোসেন বাবলুসহ বিভিন্ন পাম্পের মালিকগণ। সভায় বক্তারা তৈল বিপণন কোম্পানীর বিভিন্ন হয়রানীমূলক কর্মকা-ের প্রতিবাদ জানান। ডিপো হতে গরম তেল সরবরাহ কম প্রদান এবং যত্রতত্র পেট্টোল পাম্প স্থাপনের অনুমতি প্রদান বন্ধ করা ও তৈল বিক্রির কমিশন বৃদ্ধির দাবি জানান। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট