চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সভা

১০ অক্টোবর, ২০১৯ | ১২:৩৬ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী নিরীহ কাশ্মীরী জনগণের উপর অমানবিক জুলুম-নির্যাতন এবং নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখে গোটা কাশ্মীরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ফলে ক্রমাগতভাবে উপমহাদেশ জুড়েই উত্তাপ ছড়িয়ে পড়ছে। চট্টগ্রাম নগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের নিঃশর্ত স্থান দিয়ে বাংলাদেশ মহামানবিক দৃষ্টান্ত স্থাপন করলেও এরা এখন ‘বিষফোঁড়ায়’ পরিণত হয়েছে।

সভার গৃহীত অপর এক প্রস্তাবে চট্টগ্রাম নগরের বিভিন্ন উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত উন্নয়ন কর্মকা- দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এবং গত কয়েকদিন আগেও বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহানগরের উদ্যোগে গত ৮ অক্টোবর দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ এইচ এম মুুুুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, অধ্যক্ষ আলহাজ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, আলহাজ হাফেজ আবু তাহের, আলহাজ মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা মফিজুর রহমান, আলহাজ এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, অধ্যক্ষ মোহাম্মদ শাহাজাহান, আলহাজ মাসুদ করিম চৌধুরী, মাওলান জিয়াউল হক বিপ্লবী, মোহাম্মদ দিদারুল আলম ও তসলিম উদ্দীন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট