চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পতেঙ্গা সৈকত থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৪ | ১১:০৩ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, চরপাড়ায় সৈকতে পাথরের ব্লকে আটকে ছিল মরদেহটি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে সালোয়ার কামিজ ছিল।

তিনি আরও বলেন, নিহত নারীর বাম চোখে ও হাতে গুরুতর জখমের চিহ্ন আছে। আমাদের ধারণা, তাকে গত মঙ্গলবার রাতে কেউ হত্যা করে মরদেহ সৈকতে ফেলে গেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। স্থানীয় কেউ ওই নারীকে চিনতে পারছেন না। স্বজন পরিচয়ে কেউ শনাক্তও করেননি। আমরা অজ্ঞাত হিসেবেই মরদেহটি উদ্ধার করেছি।

ওসি মাহফুজুর আরও জানান, পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক বিভাগের একটি টিম মৃত নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট