চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দুর্নীতি-মাদক প্রতিরোধ কমিটির স্মারকলিপি প্রদানকালে বিভাগীয় কমিশনার

অভিযান সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন

১০ অক্টোবর, ২০১৯ | ১২:৩৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলমান অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোসহ ঢাকার পর জরুরি ভিত্তিতে চট্টগ্রামে অভিযান জোরদার করার দাবিতে টেন্ডার-চাঁদাবাজ দুর্নীতি ও মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান মো. আজাদ দোভাষ ও মহাসচিব মো. কামাল উদ্দিন এর নেতৃত্বে প্রদান করা স্বারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দ্যেশে ১০টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

স্বারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কে এম জামাল হোসেন, আকরাম হোসেন, এডভোকেট মাসুদুল আলম, এডভোকেট বরকত উল্লাহ খান, দুলাল সরকার, মো. জাহিদ, মো. ফয়সাল আহম্মেদ, মো. শফি উদ্দীন, মো. ইউসুফ, মো. বেলাল, মো. মহসিন, ডিজি বিপ্লব, সমীর পাল প্রমুখ। স্মারকলিপি গ্রহণপূর্বক বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান নেতৃবৃন্দদের স্বাগত জানিয়ে বলেন, ঢাকার পরে চট্টগ্রামে অভিযান জোরদার করার দাবি অত্যন্ত যুক্তিসংগত ও সময়পোযোগী। অভিযান সফল করতে সাধারণ মানষের পাশাপাশি সর্বপেশা ও শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি এই অভিযানে দেশের সকল নাগরিকের সমর্থন রয়েছে উল্লেখ করে দ্রুত স্বারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের আশ^াস দেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট