চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সকাশে বৌদ্ধ নেতৃবৃন্দ

১০ অক্টোবর, ২০১৯ | ১২:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের উদ্যোগে বৌদ্ধ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা গতকাল বুধব্রা সকালে ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে মিথুন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আকাশ প্রদীপ প্রজ¦লন নির্বিঘেœ পালন করার জন্য সাবির্ক নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, মোহাম্মদ হাসান বারী নুর, মাহমুদা বেগম, আকলিমা আক্তার, মান্না দে, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া, ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়–য়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, অরুণ কুমার বড়–য়া, অঞ্চল কুমার তালুকদার, জ্ঞানরত্ম মহাস্থবির, কমলেন্দু বিকাশ বড়–য়া, টিংকু বড়–য়া, ত্রিদ্বিপ কুমার বড়–য়া, স্বপন কুমার বড়–য়া, ড. সুব্রত বরণ বড়–য়া, কানন চৌধুরী, স্বরূপ বিকাশ বড়–য়া, প্রকৌশলী সীমান্ত বড়–য়া, চম্পাকলি বড়–য়া, ববি বড়–য়া, রবিন্দ্র বিজয় বড়–য়া, দিপক খীসা, রনেন্দ্র চাকমা রিন্টু, থেওয়াং হ্লত্রমং, সতিশ চন্দ্র বড়–য়া, ক্ষুদিরাম সিং, স্মুীন রং, সঞ্জয় বড়–য়া পিকলু, শিমুল বড়–য়া প্রমুখ।

ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে আতঙ্কিত না হয়ে নিজেদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ নিরাপত্তার মাঝেও সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রবারণা পূর্ণিমা উদযাপনকালে যে কোন ঘটনা/দুর্ঘটনা সংগঠিত হইলে জরুরিভিত্তিতে রেঞ্জ দপ্তরের কন্ট্রোল রুমকে (০৩১-৬৫২১১৩/০১৭৬৯-৬৯১১৫৯) অবহিত করার অনুরোধ করেন তিনি। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট