চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপে কারেন্ট জাল উদ্ধার

সন্দ্বীপ সংবাদদাতা

৯ অক্টোবর, ২০১৯ | ১১:২৩ অপরাহ্ণ

চট্ট্রগ্রামের সন্দ্বীপের শিবের হাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি হোটেল থেকে বিপুল পরিমাণ এনার্জি ড্রিংকসও উদ্ধার করা হয়।

আজ বুধবার (৯ অক্টোবর) রাত ৮টায় শিবের হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা মো. এমদাদুল হক উপস্থিত ছিলেন।

অভিযানে একটি জালের দোকানে অভিযান চালিয়ে ৫০ বান্ডেল কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় আইন অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অপরাধে মো. কামালকে তিন হাজার টাকা জরিমানা করেন। পরে জালগুলো আগুনে পোড়ানো হয়।

অপরদিকে, আলিফ হোটেল থেকে অনুমোদনহীন ৮৪টি এনার্জি ড্রিংকস ক্যান উদ্ধার করা হয়। অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধের প্রাথমিকভাবে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন বলেন, অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ অনুমোদনহীন পানীয় উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক ভাবে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

পূর্বকোণ/নরোত্তম-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট