চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ

বাংলাদেশের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতের মত অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

 

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সনাতন হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরী। এসময় তিনি এ আহ্বান জানান।

 

শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল নাগরিক ভাই ভাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সকলের নাগরিক অধিকার, জান-মালের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষা সরকারের দায়িত্ব। বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্কের মাধ্যমে বসবাস করে। আমাদের ইসলামের আদর্শ অনুযায়ী অন্য ধর্মালম্বীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিধান রয়েছে। তাই বাংলাদেশের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতের মত অটুট রাখতে হবে।

 

সুকুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এতে আরো উপস্থিত ছিলেন জামায়াতের নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাংবাদিক মুহাম্মদ উল্লাহ, কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসেন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্রকৌশলী প্রবীর কুমার সেন। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শ্রী গদাধর দাশ, ইস্কন প্রবর্তক মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাথ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সাংবাদিক বিপ্লব বিশ্বাস পার্থ, আর কে দাশ অপু, বিশ্বজিত দত্ত বাবু, বাপ্পী দে, সুজন দাশ, সুমন ঘোষ (বাদশা), বিপ্লব চৌধুরী, বাবলু দেবনাথ, সুজিত সেন, রিপন, সাজু দাশ, সুকান্ত, জীবন মিত্র রাজ অসীম, দীপক চৌধুরী কালু প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট