চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

নাভানা মোটরসের সাবেক নির্বাহী পরিচালক মাহমুদ জান আর নেই

বিজ্ঞপ্তি

২৫ আগস্ট, ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ

নাভানা মোটরসের সাবেক নির্বাহী পরিচালক মাহমুদ জান চৌধুরী (৭৮) আর নেই। রবিবার ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাত-নাতনি রেখে গেছেন। রবিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

মাহমুদ জান চৌধুরী দীর্ঘদিন চট্টগ্রামের অনেক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার এ আজীবন সদস্যের মৃত্যুতে সভাপতি ও এ কে খান এন্ড কোম্পানির ডিরেক্টর এ কে সামসুদ্দীন খান, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট