চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বন্যাকবলিত এলাকায় বিএনসিসির ত্রাণ সামগ্রী বিতরণ

বিজ্ঞপ্তি

২৪ আগস্ট, ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ণ

বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট।

 

কর্মসূচিতে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লোকমান, ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর রাফি, ৫৭ বিএনসিসি স্কোয়াড্রনের অধিনায়ক আবেদিন, রেজিমেন্টের সৈনিক ও ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

 

ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার (বিস্কিট, মুড়ি, গুড়, চিরা, পানি ইত্যাদি), পানীয়, ওষুধ, কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি অন্তর্ভুক্ত ছিল। বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ক্যাডেটগণ ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্রস্তুতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। উক্ত ত্রাণ সামগ্রী মীরসরাই আর্মি ক্যাম্পের অফিসার ক্যাপ্টেন হিমেল এবং লেফটেন্যান্ট ইসতিয়াককে বুঝিয়ে দেয়া হয়।

 

কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লোকমান বলেন, বন্যাকবলিত মানুষকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনসিসি দেশ ও দেশের জনগণের স্বার্থে তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট