চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

থ্রি জিরো ক্লাবের অনুষ্ঠানে ড. কামাল উদ্দিন

সামাজিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ড. ইউনূসের স্বপ্নের ৩ শূন্যের বিশ্ব গড়ে তোলা সম্ভব

বিজ্ঞপ্তি

২৪ আগস্ট, ২০২৪ | ১১:১২ অপরাহ্ণ

সামাজিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে প্রফেসর ড. ইউনূসের স্বপ্নের ৩ শূন্যের বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন।

 

‘বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নোবেলজয়ীর তিনশূন্য’ বিষয়ে আজ শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

 

ড. মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের একমাত্র শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, পৃথিবী থেকে তিনটি বিষয়কে শূন্যের কোটায় নিয়ে একটি সাম্যের বিশ্ব তৈরির দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। যেমন: শূন্য নেট কার্বন নিঃসরণ, দারিদ্যের অবসানের জন্য শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, সর্বোপরি উদ্যোক্তা প্রকাশের মাধ্যমে শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনের একটি উদ্যোগ। থ্রি জিরো ক্লাবের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপনের এই উদ্যোগটি তরুণদের থ্রি জিরো ওয়ার্ল্ডের লক্ষ্য এবং তরুণদের সৃজনশীল উদ্যোগের সাথে এই লক্ষ্য অর্জনের উপায়গুলোর সাথে পরিচিত করতে গৃহীত হয়। থ্রি জিরো ক্লাব একটি স্ব-গঠিত, স্বয়ংসম্পূর্ণ মিনি-ক্লাব, পাঁচ সদস্যের স্ব-নির্বাচিত কাজসহ তিন শূন্য বিশ্ব তৈরিতে ভূমিকা পালন করবে। পৃথিবীতে উল্লেখিত তিনটি জিনিসকে শূণ্যের কোটায় আনতে পারলে শান্তিময় পৃথিবী তৈরি হবে। এমন এক সুন্দর পৃথিবীর স্বপ্ন যিনি দেখালেন তাঁর স্বপ্নকে তরুণদের মাঝে বিকশিত করার উদ্যোগ থ্রি জিরো ক্লাব চট্টগ্রাম সার্কেল ‘থ্রি জিরো’ নিয়ে ২০২১ সাল থেকে চট্টগ্রাম সার্কেলে কাজ করে যাচ্ছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণদের মাঝে থ্রি জিরো সম্পর্কে জানানোর জন্য আমরা সংগঠিত হয়েছি।

 

অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে তিনশূন্য ধারণা নিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি সুনির্দিষ্ট ভিডিও প্রদর্শন করা হয়। তরুণদের মাঝে উদ্যোক্তা তৈরির কৌশল নিয়ে সম্মানিত আলোচক ছিলেন শিল্পপতি এমডিএম মহিউদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সার্পোট পারসন নাহিদা সুলতানা।

 

ক্লাব গঠন ও কাজ নিয়ে ইউনূস সেন্টার থেকে অনলাইনে যুক্ত থেকে কথা বলেন সানজিদা ইসলাম দিপ্তি। শূন্য বেকারত্ব নিয়ে কথা বলেন ক্লাবের সার্পোট পারসন নোমান উল্লাহ বাহার, শূন্য দারিদ্রতা নিয়ে কথা বলেন কী পারসন মো. নাজমুল হাসান, শূন্য নেট কার্বন নিঃসরণ নিয়ে কথা বলেন কী পারসন আইয়ুব আদর। ক্লাব মেম্বারশিপ নিয়ে কথা বলেন কী পারসন মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের অংশগ্রহণকারী তরুণরা প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট