চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কোমর পানিতে ডুবল চট্টগ্রাম, ৭২ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ

টানা বৃষ্টিতে আবারও কোমর পানিতে ডুবলো চট্টগ্রাম নগরী। বুধবার (২১ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (২২ অগস্ট) দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। যানবাহন কম থাকায় বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা।

 

পতেঙ্গা আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টিপাত আরও অন্তত ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আগামীকাল শুক্রবার পর্যন্ত পাহাড়ধসের সতর্কতাও জারি করা হয়েছে।

 

বৃষ্টিতে কোমর সমান পানিতে ডুবেছে নগরীর শুলকবহর, মুরাদপুর, দুই নম্বর গেট, মোহাম্মদপুর, জাকির হোসেন রোড, ওয়াসা রেবতী মোহন সড়ক, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, ডিসি রোড, ফুলতলা, কে বি আমান আলী রোড, চকবাজার, বাকলিয়া, দেওয়ানহাট, মোগলটুলী, পাঠানটুলী, আগ্রাবাদ কমার্স কলেজ রোড, হালিশহর ওয়াপদাসহ বিভিন্ন এলাকা।

 

বহদ্দারহাট এলাকা বাসিন্দা বিপ্লব কুমার শীল বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের ভেতর পানি ঢুকে গেছে। পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছি। বালতি দিয়ে পানি বের করার চেষ্টা করছি। কিন্তু বৃষ্টি না থামায় কতটুকু নিরাপদ থাকতে পারি তা নিয়ে শঙ্কায় আছি।

 

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তররের পূর্বাভাস কর্মকর্তা আবদুল বারেক পূর্বকোণকে বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে বৃষ্টিপাত বেড়েছে। আজ দুপুরের পর বৃষ্টি একেবারে কমে যেতে পারে। পরে আবার থেমে থেমে বৃষ্টি হতে পারে। কিন্তু সন্ধ্যার পর আবার বৃষ্টি বাড়তে পারে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট