চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল-উল-আলম জানান, চট্টগ্রাম বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একই সঙ্গে সচেতন নাগরিকদেরকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানানো হয়।

তিনি আরও জানান, গত ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৭.৬২ মি. মি. রাইফেল চায়না ১টি, শর্ট গান ২টি ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সিএমপি ডিসি হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট