চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

কোতোয়ালীতে নির্মাণাধীন স্কুলভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০২৪ | ১১:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নির্মাণাধীন এক বিদ্যালয় ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে নগরের কোরবানিগঞ্জস্থ বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছে আরও ৩ শ্রমিক।

নিহত হৃদয় হাসান লক্ষ্মীপুর জেলার পশ্চিমমান বাড়ির মো. সাহাবুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, কোরবানিগঞ্জস্থ বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে হৃদয় হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট