চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক প্রতিনিধি কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৪ | ১০:০৯ অপরাহ্ণ

নানা অনিয়ম বিতর্কের অভিযোগ উঠায় গত ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলায় ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কমিটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

 

বাদ পড়া তালিকায় রয়েছেন- ওমর ফারুক সাগর (চট্টগ্রাম কলেজ), রিজাউর রহমান (চবি), মাহমুদুল হাসান (সিআইইউ), ইফফাত ফাইরোজ ইফা, একেএম ইশতিয়াক সাগর, পুষ্পিতা, মুহাম্মদ শরীফ, শওকত, নাফিসা, শিহাব হোসেন চৌধুরী, সাইয়িদ (চবি), নাছির (কমার্স কলেজ), রাইহান (চবি), মোহাম্মদ এনামুল হক (চবি), আব্দুল হামিদ (চবি) ও প্রান্ত।

 

এ ব্যাপারে খান তালাত মাহমুদ রাফি বলেন, সমন্বয়ক পরিচয়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাই আপাতত আমরা ১১ আগস্ট ঘোষিত প্রতিনিধি কমিটি স্থগিত করেছি। শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম জেলা সমন্বয়ক কমিটি ব্যতিত চট্টগ্রামে আর কোন কমিটি নাই।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট