চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল শুরু

ফের মুখর চট্টগ্রাম রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ

নয় দিন বন্ধ থাকার পর সারাদেশের মতো চট্টগ্রামেও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত লোকাল ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ফের মুখর হয়ে উঠে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলওয়ে স্টেশন। আগামীকাল বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেনের সঙ্গে আন্তঃনগর ট্রেন চলাচলও শুরু হবে।

 

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম কার্যদিবস- গত রবিবার ঢাকার রেলভবনে এক সভায় ট্রেন চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। আর আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হয় পরদিন সোমবার বিকাল ৫টা থেকে।

 

এরআগে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরদিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। রেলপথের টঙ্গী-ভৈরব অংশের নরসিংদীতে রেললাইন তুলে ফেলা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করা হয়। নিরাপত্তাহীনতার মধ্যে সেদিন দুপরের পর দেশের বিভিন্ন রুটের ট্রেনের সব যাত্রা বাতিল ঘোষণা করা হয়।
এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চালুর পরিকল্পনার কথা জানায় বাংলাদেশ রেলওয়ে। তবে সেদিনও কোনো ট্রেন চলাচল করেনি। সেদিন রেল ভবনে এক বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক না হলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় রেলপথ মন্ত্রণালয়।

 

১৩ দিন বন্ধ থাকার পর ১ অগাস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু দুদিন চলার পর ৩ অগাস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা অসহযোগের ডাক দেওয়ায়। সেই আন্দোলনেই ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট