নগরের সরকারি, বেসরকারি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোর ক্লাসে নেই ৯৫ শতাংশ শিক্ষার্থী। শুধুমাত্র ৫ শতাংশের মত শিক্ষার্থী উপস্থিত হচ্ছে। তবে কোন কোন বিদ্যালয়ে উপস্থিতি আরও কম। বিভিন্ন বিদ্যালয়ে মর্নিং শিফটের প্রতিটি শাখায় ৮ থেকে ১০ জন উপস্থিত থাকলেও ডে শিফটের কোন কোন শাখায় ১ জন, আবার কোন শাখায় ১ জন শিক্ষার্থীও উপস্থিত ছিল না। গত ৬ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে নির্দেশনা দিলেও এখনও সেভাবে বিদ্যালয়ে উপস্থিতি বাড়েনি। অভিভাবকরা নিরাপত্তায় শঙ্কায় সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না বলে জানা যায়। তবে আগামী ২-৩ দিনের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রতিষ্ঠান প্রধানরা।
সরকারি-বেসরকারি ও চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলাপকালে বিষয়টি জানা যায়। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী দুই হাজার ২০০ জন। গতকাল মঙ্গলবার মর্নিং শিফটে শ’খানেক শিক্ষার্থী উপস্থিত ছিল। ডে শিফটে ছিল ১০ থেকে ১২ জন। মর্নিং শিফটের প্রতিটি শাখায় ৮-১০ জন করে শিক্ষার্থী উপস্থিত থাকলেও ডে শিফটের কোন শাখায় ১ জন, আবার কোন শাখায় ১ জন শিক্ষার্থীও উপস্থিত ছিল না।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে শিক্ষার্থী রয়েছে সাড়ে ৭ হাজার। সেখানে গতকাল মর্নিং ও ডে শিফটে ১৫০ জন করে উপস্থিত ছিল।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে মোট শিক্ষার্থী হচ্ছে ২ হাজার ৮২ জন। সেখানে গতকাল মর্নিং শিফটে উপস্থিত ছিল ৮৪ জন এবং ডে শিফটে ৪৭ জন।
নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৮৩৪ জনের মধ্যে গতকাল উপস্থিত ছিল ২৩৪ জন। এরমধ্যে মর্নিং শিফটে ১৩৪ এবং ডে শিফটে ১০০ জন ছিল।
পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৫৮৫ জন। সেখানে গতকাল উপস্থিতি ছিল মাত্র ৪২ জন।
জানতে চাইলে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওএফএম ইউনুস বলেন, নিরাপত্তা শঙ্কাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীরা এখনও পুরোপুরি বিদ্যালয়ে আসছে না। শিক্ষার্থী না থাকায় শিক্ষকদের এসে বসে থাকতে হচ্ছে।
পূর্বকোণ/এসএ