চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

এবার চবি উপ-উপাচার্যের পদত্যাগ

চবি সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৪ | ৩:০০ অপরাহ্ণ

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক বেনু কুমার দে। সোমবার (১২ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ। তিনি বলেন, উপ-উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

 

এর আগে বর্তমান প্রশাসনকে স্বৈরাচারের সহযোগী উল্লেখ করে ৬ আগস্ট থেকেই সবার পদত্যাগের দাবি জানায় চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে এই দাবি আন্দোলন ও আলটিমেটামে রূপ নেয়। রবিবার থেকে শিক্ষার্থীরা উপাচার্যকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন। এর প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের সোমবার সকালে পদত্যাগ করেন।

 

এরপর দুই উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি এই প্রশাসনের একজন লোকও অবশিষ্ট থাকলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট