চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণপূর্ত থেকে ‘গণ’ শব্দ বাদ দেয়ার প্রস্তাব এমপি বাদলের

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৮ পূর্বাহ্ণ

গণপূর্ত অধিদপ্তর থেকে গণ শব্দটি বাদ দেয়ার প্রস্তাব দিয়েছেন মাঈনুদ্দিন খান বাদল এমপি। তিনি গতকাল (মঙ্গলবার) ক্যান্টনমেন্ট সংলগ্ন ‘বায়েজিদ সবুজ উদ্যান’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রস্তাব দেন। সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল বলেন, আমি গণপূর্তকে বলবো, আপনাদের নামের আগে গণ আছে। ইদানিং পত্রপত্রিকায় যা দেখছি, তাতে আপনাদের নামের আগে গণ-শব্দটা তুলে নিতে

প্রস্তাব করতেই পারি। পত্রপত্রিকায় আপনাদের প্রতিষ্ঠান হেয় হয়ে আছে। গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও টেন্ডার বাণিজ্য করে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ ওঠেছে। তিনি বলেন, চারটি ইয়াবা পেলে র্যাব-পুলিশ ক্রসফায়ার দেয়। তাহলে প্রধান প্রকৌশলী ও একেক সাহেবরা যদি দুই হাজার কোটি টাকা করে খায়, তাহলে তাদের চারবার ক্রসফায়ার দেওয়া দরকার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট