চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নগরে বিক্ষোভ সমাবেশ

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪ | ১:৫৫ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। তাতে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। বিকেলে চেরাগী পাহাড়র মোড়ে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।

 

বিক্ষোভ কর্মসূচিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, হত্যা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনার বিচার করতে হবে। এসময় দেশে হিন্দুদের নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট