চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বিবৃতি

দেশে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ স্থাপনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৪ | ১০:৪৬ পূর্বাহ্ণ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে কয়েক বছর ধরেই দেশের অর্থনীতির মন্দার মধ্যে রয়েছে। গত প্রায় ৩ সপ্তাহ ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রাণহানি, সংঘাত- দেশের অর্থনীতিকে আরও চাপের মধ্যে ফেলছে। চলমান সংকটের আশু নিরসন না হলে দেশের অর্থনীতি আরও গভীর সংকটে পড়বে। এ কারণে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ স্থাপন জরুরি।

 

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

 

বিবৃতিতে বলা হয়- সীমিত পরিসরে দেশের শিল্প কারখানা চালু হলেও তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ উদ্বিঘ্ন। এ লক্ষ্যে পর্যাপ্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আবেদন জানাচ্ছে সিএমসিসিআই। অন্যথায় শিল্প কারখানার শ্রমিকদের বেতন প্রদান করা সম্ভব হবে না। এ ধরনের পরিস্থিতির উন্নয়নে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগসহ সার্বিক বিনিয়োগে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিঘ্ন ঘটতে পারে।

 

জাতীয় অর্থনীতির স্বার্থে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা জরুরি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়- কাস্টমস্ সার্ভারের ধীরগতির কারণে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যার প্রভাব পড়তে পারে দেশের জনগনের জীবনযাত্রা ও আমদানি- রপ্তানি কার্যক্রমের উপর।

 

তরুণরাই দেশের ভবিষ্যত এবং তরুণ নেতৃত্বের হাত ধরেই একটি সুস্থ, সুন্দর অর্থনীতি এবং সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি ছাত্র-জনতার আকাঙ্খা পূরণে নবগঠিত বিজ্ঞ উপদেষ্টামণ্ডলী দেশের সুশাসন প্রতিষ্ঠাসহ দেশে দুর্নীতি প্রতিরোধে সকল স্তরে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি প্রতিরোধ করে দেশের মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য কমিয়ে আনবে, এটাই প্রত্যাশা।

 

ব্যবসাবান্ধব সুষ্ঠু পরিবেশ পুনরুদ্ধার, আমদানি-রপ্তানির স্বাভাবিক গতি, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠণে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সিএমসিসিআইও সহযোগী হিসাবে কাজ করত আগ্রহী। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট