চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছিনতাইকৃত ল্যাপটপ উদ্ধার করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৪ | ১২:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে একটি গাড়ি থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের জে এম শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন ও অন্যান্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে ল্যাপটপটি হস্তান্তর করা হয়।
জেলা নাজির মো. জামাল উদ্দিন জানান, গত ৫ আগস্ট সোমবার বিকেলে দুস্কৃতিকারীরা সার্কিট হাউসে কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহŸায়ক কমিটির অন্যতম সদস্য আবু হাসনাত জুয়েলের নেতৃত্বে ভিআইপি টাওয়ারের সামনে থেকে ডকুমেন্টসহ ল্যাপটপটি উদ্ধার করেন।
ল্যাপটপ হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক মোহাম্মদ কামরুল হাসান, ওমরগনি এমইএস কলেজের ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা হাসেম মোহাম্মদ সাকিব, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ তাহের, এমইএস কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আরাফ, এমইএস কলেজ ছাত্রদল নেতা সিজান, এমইএস কলেজ ছাত্রদল নেতা ইমন, এমইএস কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সিয়াম প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট