চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

তারুণ্যের ঝলক দেখল চট্টগ্রাম

সম্মিলিত প্রচেষ্টায় শৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ

যে লাঠি হাতে নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা-সে লাঠি দিয়েই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমেছেন তারা। একইসঙ্গে ঝাড়–দিয়ে পরিষ্কার করেছেন নগরের সড়ক, অলি-গলিও। গতকাল মঙ্গলবার প্রায় পুলিশবিহীন সড়কে স্বপ্রণোদিত হয়েই নগরের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নেন একদল শিক্ষার্থী। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শৃঙ্খলা ফেরে সড়কে।

 

নগরের দুনম্বর গেট এলাকায় বিকাল ৩টা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন একদল শিক্ষার্থী। তাদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আবদুস সালাম। তিনি বলেন, দায়বোধের জায়গা থেকেই আমরা সড়ক পরিষ্কার করছি। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি। এর আগেও রাস্তায় আন্দোলন করে আমরা সফল হয়েছি। এবারও আমরা সফল হতে চাই।

 

সালাম বলেন, আমি আসি বিকাল ৩টায়, কেউ কেউ আগে থেকেই এখানে কাজ করছে। সবাই মিলে চেষ্টা করছি সড়ক নিয়ন্ত্রণে রাখার। কারণ দেশটা তো আমাদের সবার। দুই নম্বর গেট মোড় এলাকাতেই তাদের অন্তত ২০ জন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানান চট্টগ্রাম কলেজের এই শিক্ষার্থী। একদল শিক্ষার্থীকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যায় মুরাদপুর মোড়, জিইসি মোড় এলাকায়ও। তাদের মধ্যে একজন সুজন মিয়া। তিনি বলেন, এই দেশের জন্য কাজ করতে আমরা সবসময় প্রস্তুত আছি। আন্দোলন করে সরকার পতন করিয়েছি। এবার দেশ গঠনে সবাই মিলেমিশে কাজ করব।

 

রাতে চকবাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন একদল নারী শিক্ষার্থী। এ সময় তাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। চকবাজার মোড়ে কথা হয়- পথচারী নুরুল আবচারের সঙ্গে। তিনি বলেন, এ দৃশ্য অভ‚তপূর্ব। এ দৃশ্য আশার। তরুণরাই আমাদের পথ দেখাবেন।

 

শুধু মুরাদপুর, দুনম্বর গেট, জিইসি মোড় বা চকবাজার নয়- শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক পরিষ্কার করতে দেখা গেছে, টাইগার পাস মোড়, নিউ মার্কেট, আগ্রাবাদ এলাকা, নয়া বাজার বিশ্বরোড় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে। শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ায় শৃঙ্খলা ফেরে এসব এলাকার সড়কে।

 

শিক্ষার্থীরা জানান-‘লাখো ছাত্র-জনতার অর্জিত দেশ, রাখবো মোরা ক্লিন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে আজ বুধবারও নগরের বহদ্দারহাট, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে সড়ক পরিষ্কার করবেন তারা। এর পাশাপাশি তারা নগরের ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট