চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাতামুহুরীর লামা আলীকদম অংশের ভাঙন পরিদর্শনে পাউবো’র কারিগরি টিম

নিজস্ব সংবাদদাতা , লামা

৯ অক্টোবর, ২০১৯ | ৩:০৭ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীর বিভিন্ন অংশের ভাঙন পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক গঠিত কারিগরি কমিটির সদস্যরা। নদীর ভাঙন রোধকল্পে ডিপিপি প্রণয়নের লক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা শহরের বাজারঘাট, রাজবাড়ি ও রুপসীপাড়া ইউনিয়নের লামা খালের অংহ্লাপাড়া এলাকা পরিদর্শন করেন কারিগরী কমিটির সদস্যরা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক (পরিকল্পনা-১) ও কারিগরি কমিটির সদস্য ড. শ্যামল চন্দ্র দাস, প্রধান পানি ব্যবস্থাপনা দপ্তরের উপ-প্রধান (সমাজ বিজ্ঞান) ও কারিগরী কমিটির সদস্য সালমা বেগম, উপ-প্রধান (মৎস্য) ও কারিগরী কমিটির সদস্য মো. রহমত আলী, বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও কারিগরি কমিটির সদস্য সচিব মো. রাকিবুল হাসান সরেজমিন ভাঙ্গন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, মুহাম্মদ কামালুদ্দিন, তানফিজুর রহমান, রফিকুল ইসলাম, মো. নুরুল করিম আরমান, তৈয়ব আলী প্রমুখ। উল্লেখিত স্থান পরিদর্শনের পর নদীর আলীকদম উপজেলার বিভিন্ন অংশের ভাঙ্গন পরিদর্শন করেন কারিগরি কমিটির সদস্যরা।
নদী ও খাল ভাঙন পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের কারিগরি কমিটির সদস্যরা জানান, নদীর ভাঙন রোধ ও জলাবদ্ধতা নিরসনে শহর পয়েন্টে নদীর প্রায় পাঁচশ্ মিটার ড্রেজিং প্রকল্প থাকতে পারে। নদীতে সংযোগ ছড়া, নালা বা শাখা খালের অবস্থা, পানি প্রবাহ পর্যবেক্ষণ করে পয়েন্ট গুলোতেও কিছু করতে হবে। এছাড়া ড্রেজিং এর মাধ্যমে নদীর পূর্বাবস্থা ফিরিয়ে আনা কিছুটা সম্ভব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট