চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জামেয়া আহমদিয়া সুুন্নিয়া আলিয়ায় রাউজান ছাত্র পরিষদের সভায় বক্তারা

শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক

৯ অক্টোবর, ২০১৯ | ৩:০৪ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় রাউজান উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ‘রাউজান ছাত্র পরিষদ’ এর কাউন্সিল, গুণীজন সংবর্ধনা এবং সাবেক-বর্তমান মিলন মেলা আগামী ১৯ অক্টোবর শনিবার বিকাল ৩টায় মুরাদপুর আপন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠান সফলকল্পে গতকাল মঙ্গলবার সকালে আলমগীর খানেকাহ্ শরিফে রাউজান ছাত্র পরিষদের আহবায়ক কমিটির সাথে রাউজানস্থ সাবেক জামেয়ানদের এক মতবিনিময় সভা পরিষদের আহবায়ক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সভাপতিত্বে এবং সদস্য মুহাম্মদ ছালামত রেযা কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরী। মতবিনিময় সভায় জামেয়ার সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ আনোয়ার হোসেন শাওন, এডভোকেট মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মাওলানা মুহাম্মদ শওকত উদ্দীন, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী, মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী। আহবায়ক কমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ বাহাউদ্দিন কাদেরী, মুহাম্মদ নাঈম রেযা কাদেরী, মুহাম্মদ আরিফুল ইসলাম বাঁধন প্রমুখ।
সভায় বক্তারা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকা-ের দ্রুত বিচার দাবি করেন এবং প্রত্যেক শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। শেষে বক্তারা আগামী ১৯ অক্টোবর কাউন্সিলে জামেয়ান রাউজানের সকল সাবেক-বর্তমান শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট