চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মানবিক সাহায্যের আবেদন

৯ অক্টোবর, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ ১৯৮০ প্রাক্তনী, সতীর্থ ও আপনজন সম্মিলন এর সদস্য এস এম ফরিদ উদ্দীন আখতার এর স্ত্রী চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক রোমেনা আক্তার বেবীর গত ২৪ সেপ্টেম্বর ব্যাঙ্গালোর’র এপোলো ক্যান্সার হসপিটালে পিটি স্ক্যানে ক্যান্সার ধরা পড়ে। টেস্টের রিপোর্ট দেখে বিশেষজ্ঞ চিকিৎসক সাথে সাথে রোগীকে অপারেশন করার সিদ্ধান্ত নেন। রোগীকে দেশ থেকে ভারত নিয়ে যাওয়ার সময় পরিবারের জোগাড়কৃত ২৭০০ ডলার নিয়েই প্রথম অপারেশন সম্পন্ন হয়। ডাক্তারের বিশ্লেষণ অনুযায়ী প্রাথমিক অবস্থায় ধরা পড়ায় রোমানা আক্তার বেবীর পূর্ণ সুস্থ হওয়ার জন্য আরো দুটি অপারেশন করা প্রয়োজন। এই জন্য ন্যুনতম প্রায় ৬ হাজার ডলার যোগাড় করা ছাড়া তার চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব নয়। ইতিমধ্যে অনেক সতীর্থ বন্ধুরা এগিয়ে এসেছেন। যারা আরো অবদান রাখতে চান তাদের সতীর্থ ও আপনজন সম্মিলনের সঞ্চয়ী হিসাব নম্বর ০০৫৩৪০২০৮৪২, ব্যাংক এশিয়া, আগ্রাবাদ শাখায় জমা করা অথবা বিকাশ ০১৭১১-৮৯৬৭১১ নম্বরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট