৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৭ পূর্বাহ্ন
ইফতেখারুল ইসলাম
প্রতিদিন অল্প করে কাটা হচ্ছে পাহাড়। কাটা মাটি বস্তায় ভরে ভ্যানে করে দূরে ফেলা হচ্ছে। এ যেন ইঁদুরের গর্ত খোঁড়ার মত কৌশল। নগরীর ষোলশহর স্টেশন সংলগ্ন বন গবেষণাগারের বিশালাকারের পাহাড়টি প্রতিনিয়ত এভাবে কাটা হচ্ছে। এ কৌশল খুব কাজ দিয়েছে। প্রতিদিন অল্প করে কাটার কারণে কেউ বাধাও দিচ্ছে না।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা হিল তিন নম্বর সড়কের শেষ মাথায় বন গবেষণাগারের পাহাড়টি দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে। জনৈক নুরুল হুদা পাহাড় কাটছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসী জানান, বর্ষাকালে পাহাড়ের মাটি কেটে অল্প অল্প করে ড্রেনে ছেড়ে দেয়া হয়। ড্রেনের মাধ্যমে সে মাটি খালে এসে পড়ে। এ কারণে চশমা খাল ভরাট হয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে চার-পাঁচজন শ্রমিককে পাহাড় কাটার কাজে নিয়োগ দেন। এভাবে পাহাড়টির বেশকিছু অংশ কেটে কাঁচাঘর নির্মাণ করা হয়েছে। গতকালও চারজন শ্রমিক কর্তৃক পাহাড় কেটে ভ্যানে করে মাটি আনার বিষয়টি পূর্বকোণের এ প্রতিবেদককে স্থানীয়রা দেখিয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটু একটু করে পাহাড় কেটে বন গবেষণাগারের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। রহস্যজনক কারণে গবেষণাগার কর্তৃপক্ষও এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়ার আগ্রহ দেখায় না।
জানতে চাইলে বন গবেষণাগারের নির্বাহী কর্মকর্তা নাদিম সরোয়ার পূর্বকোণকে বলেন, যেখানে কাটা হচ্ছে বন গবেষণাগারের পাহাড়ের সেই অংশটি নিয়ে নুরুল হুদার সাথে মামলা চলছে। তাই গবেষণাগার কর্তৃপক্ষ ওই জায়গাটি নিয়ে কথা বলতে পারছে না।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মেট্রো) আজাদুর রহমান মল্লিক পূর্বকোণকে বলেন, সেখানে পাহাড় কাটার বিষয়টি তাদের জানা ছিল না। পাহাড় কর্তনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে।
বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
ফুটবল, ইউরোপা লিগ রাত ১২টা ও রাত ২টা, সেলটিক-সিএফআর ক্লুজ ও রেঞ্জার্স-ইয়ং বয়েজ (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, স্ট্যান্ডার্ড লিগ-আর্সেনাল ও ম্যানইউ-এজেড (সরাসরি, সনি টেন ২) রাত ১২টা ও ২টা, গেটাফে-ক্রাসনোদার ও উলভারহ্যাম্পটন- বেসিকটাস (সরাসরি, সনি ইএসপিএন) রাত ১২টা ও ২টা, এপোয়েল- সেভিয়া ও এস্পানিওল-সিএসকেএ মস্কোভা (সরাসরি, সনি সিক্স) রাত ১২টা ও রাত ২টা, এলএএসকে লিঞ্জ-স্পোর্টিং সিপি ও বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-ইস্তান্বুল বাসেকসেহির (সনি টেন ৩) ফুটবল রাত ৮টা, নর্থ ইস্ট- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।