চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে প্রদীপ নাথ হত্যা মামলার প্রধান আসামি সুকলাল নাথ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর উত্তর চান্দগাঁও নাথপাড়া বড় বাড়ি এলাকায় প্রদীপ নাথ হত্যা মামলার প্রধান আসামি ‍সুকলাল নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত নন্দ কুমার নাথের ছেলে।

 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে সিএমপি’র চান্দগাঁও থানার একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

 

বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার সুকলাল নাথ ছাড়াও প্রদীপ নাথ হত্যার বাকি আসামিরা হল- অজিত কুমার নাথের ছেলে বিজয় নাথ, হিমাংশু নাথের ছেলে কমল নাথ, সুকলাল নাথের ছেলে সুদীপ্ত নাথ, সুবল চন্দ্র নাথের ছেলে স্বপন নাথ ও স্বপন নাথের ছেলে হৃদয় নাথ।

 

জানা যায়, প্রদীপ নাথের হত্যাকারীরা এলাকার ভূমির দলিল জালিয়াত চক্রের সদস্য। তারা জাল-জালিয়াতির ও অর্পিত সম্পত্তি বিক্রি এবং ভুয়া দলিল সৃজনের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এছাড়া তাদের পৃষ্টপোষকদের বিরুদ্ধে জালজালিয়াতি ও অর্পিত সম্পত্তির বিক্রির অভিযোগে ফৌজদারি মামলা ও দুদকে অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। মাদক ব্যবসা, কিশোর গ্যাং লালন-পালনসহ জড়িত রয়েছে নানা অপকর্মে। এসব ব্যাপারে কেউ সোচ্চার হলেই শিকার হতে হয় নির্যাতনের।

 

নিহতের স্বজনদের অভিযোগ, আসামিরা সবাই ভূমিদুস্য, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির। প্রদীপ নাথ তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। তারা প্রায়ই সংঘবদ্ধ হয়ে প্রদীপ নাথকে অপদস্ত করতেন। গত ১৮ জুলাই বৃহস্পতিবার আসামিরা তাকে একা পেয়ে হেনস্তা করেন। প্রদীপ নাথ এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট