চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সংবাদ সম্মেলনে অভিযোগ

সীতাকুন্ডে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নামে সওজের জায়গা দখলের অপচেষ্টা

৯ অক্টোবর, ২০১৯ | ২:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা , সীতাকুন্ড
……………………………….
সীতাকুন্ডের কদমরসুলে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নামে সওজের জায়গা দখলের অপচেষ্টা করছে একটি কুচক্রীমহল। এতে বাধা দেওয়ায় তারা এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নানারকম মিথ্যা অপপ্রচার শুরু করেছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এসবের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় সীতাকু- প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মরহুম মুন্সি মিয়া মেম্বারের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রমজান আলী দাবি করেন সীতাকু-ের জাহানাবাদ মৌজার ২নং খতিয়ানের ৬৫৬ দাগের ১ একর ৯০ শতক জমি তার বাবা খরিদমূলে মালিক হন। পরবর্তীতে ঐ জায়গা সওজ অধিগ্রহণ করলে খাস হয়ে যায়। কিন্তু সঙ্গত কারণে ঐ জায়গা শুরু থেকে তারা পারিবারিকভাবে ব্যবহার করে আসছেন এবং সরকারিভাবে লিজের জন্য আবেদনও করেছেন। কিন্তু সম্প্রতি এলাকার কিছু সুযোগ সন্ধানী যুবক ঐ জায়গাটির দিকে কু-নজর দেয়। তারা নিজেরা যখন যে দল ক্ষমতায় আসে সে দলের নাম ভাঙিয়ে চললেও বর্তমানে তারা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, শেখ রাসেল স্মৃতি সংসদসহ বিভিন্ন নাম ভাঙিয়ে ঐ জায়গাটি দখল করতে চায়। তা করতে বাধা দেওয়ায় তারা রমজানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এ কারণে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে অপপ্রচারে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো. ইউসুফ, আহাম্মদ মিয়া চৌধুরী, মো. শফি প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট