চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

টেকনাফের পাহাড়ে ইয়াবা চালানের ভাগ বাটোয়ারা নিয়ে গোলাগুলি

নিজস্ব সংবাদদাতা , টেকনাফ

৯ অক্টোবর, ২০১৯ | ২:৫২ পূর্বাহ্ণ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদায় জেলের ছদ্মবেশে খালাসকৃত বড় ধরনের ইয়াবার চালানের ভাগ-বাটোয়ারা নিয়ে পাহাড়ে অবস্থানকারী দুই ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণ উদ্বিগ্ন হয়ে উঠেছে।
জানা যায়, ৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে হ্নীলা পশ্চিম লেদা নুরালী ঘোনায় পাহাড়ে অবস্থানকারী ডাকাত দলের মধ্যে থেমে থেমে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া না গেলেও আইন প্রয়োগকারী সংস্থা এবং জনসাধারণের মধ্যে তোলপাড়ের সৃষ্টি হয়। নুরালী পাড়ার কয়েকজন বাসিন্দা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানান। আকস্মিক গোলাগুলির ঘটনা তথ্যানুসন্ধানে জানা যায়, ৮ অক্টোবর ভোরে দক্ষিণ লেদা মইদ্দা বাপের ব্রিজ পয়েন্ট সংলগ্ন নাফনদী দিয়ে দুই রোহিঙ্গা ৪ বস্ত ইয়াবা নিয়ে এলে দা-কিরিচ ও ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে পশ্চিম লেদার বেলা কাদিরের পুত্র নুরুল ইসলাম, মো. নুর, মকতুল হোছনের পুত্র নুরুল আমিন, আবুল হোছনের পুত্র আব্দুল খালেক, আব্দুল আউয়াল, গফুর মিয়ার পুত্র রুবেলসহ ৮/১০ জনের একটি গ্রুপ এই ইয়াবার চালানটি খালাস করে নুরালী পাড়া ঘোনায় নিয়ে যায়। এই মাদক চালানের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিকালে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট