চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালী বৌদ্ধ সমিতির সভা

৯ অক্টোবর, ২০১৯ | ২:৫২ পূর্বাহ্ণ

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ১৩ অক্টোবর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে । তারই ধারাবাহিকতায় বাশঁখালীর ৬টি বৌদ্ধ মন্দিরে প্রবারণা পূর্ণিমা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সাথে মতবিনিময় সভা ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এদিকে বাঁশখালী বৌদ্ধ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সভা গত শুক্রবার শীলকূপ জ্ঞানোদয় বিহারে অনুষ্ঠিত হয়। বাঁশখালী বৌদ্ধ সমিতির নব নির্বাচিত সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে
নব নির্বাচিত সাধারণ সম্পাদক স কল্যাণ বড়–য়ার মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ধর্মপাল মহাস্থবির, শিক্ষক সুব্রত বড়–য়া, শিক্ষক যতীন্দ্র বড়–য়া, শিক্ষক হিতোষময় বড়–য়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়–য়া, কাউন্সিলর তপন বড়–য়া, ভূপাল বড়–য়া, প্রকাশ বড়–য়া, সুপলাল বড়–য়া, অমিত বড়–য়া, হিমেল বড়–য়া বাপ্পা, বিটুরাজ বড়–য়া প্রমুখ। সভায় বাঁশখালী বৌদ্ধ সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিক কল্যাণ বড়–য়া মুক্তা তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। প্রবারনা পূর্ণিমা উদযাপনের লক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট