চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পক্ষকালব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ডের মুখে ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে এই মেলার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় মেলার আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগ।

 

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহম্মদ ফখরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন বিভাগ কর্মকর্তা এমদাদ উল হক এবং এডভোকেট মিলি চৌধুরী। এসময় চট্টগ্রাম উত্তর বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চার, শহর রেঞ্জের কর্মকর্তা আবদুল মালেকসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং মেলায় অংশগ্রহণকারী নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন।

 

‘বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪’ নামে অনুষ্ঠিত এই মেলা গেল ২১ জুলাই শুরুর কথা থাকলেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে সহিংসতা ঠেকাতে সরকারের কারফিউ জারির কারণে স্থগিত করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। ১৯৯৪ সাল থেকে বন্দরনগরীতে শুরু হওয়া এই বৃক্ষমেলা করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বন্ধ থাকলেও পরের দুবছর সিআরবির শিরীষতলায় অনুষ্ঠিত হয়েছে। তবে এবার নার্সারি মালিকদের আপত্তির মুখে প্রথম বারের মতো বৃক্ষমেলা বসছে ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গনে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেলা। বিনামূল্যেই মেলাস্থলে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট