চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লায়ন্স ক্লাবের মেডিকেল ক্যাম্প দক্ষিণ নালাপাড়ায়

৯ অক্টোবর, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

সেবা মাস ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রতি নগরীর দক্ষিণ নালাপাড়া পূজাম-পে লায়ন্স ক্লাব বাকলিয়া, এমেয়েবেল রোজ গার্ডেন, চিটাগাং সিটি, এভারগ্রিন, প্রোগ্রেসিভ ওয়েস্ট, মেজিস্টেক সিটি লায়ন্স ও পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরির যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা-৩১৫-বি-৪ এর ২য় ভাইস জেলা গভর্নর আল সাদাত দোভাষ এম.জে.এফ, গভর্নর এডভাইজার লায়ন কে.এস আব্বাসি, রিজিয়ন চেয়ারপার্সন প্রদীপ কুমার দেব, মো. হুমায়ুন কবির, সুলতানা জাহান রোজী, শামসুল আলম, সমীপ দে, হুমায়ুন কবির হিমু, শাহেলা আবেদীন, ববি বড়–য়া, রুবেল কান্তি বড়–য়া, ওমর এলাহী, মোস্তফা, তসলিম উদ্দীন, সায়মা সুলতানা, তাপস কান্তি তালুকদার, রাজেশ। এতে চিকিৎসা প্রদান করেন ডা. সজিব তালুকদার, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, সুচিত্রা চৌধুরী, আঁখি দত্ত, অনিক দত্ত, মিল্টন সেন গুপ্ত, জয়া রায় চৌধুরী প্রমুখ। উক্ত সেবা কার্যক্রমে প্রায় ৫০০ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট